জন্ম নিবন্ধন ওটিপি সমস্যার সমাধান ও মোবাইল নাম্বার পরিবর্তন।
জন্ম নিবন্ধন ওটিপি সমস্যার সমাধান ও মোবাইল নাম্বার পরিবর্তন
জন্ম নিবন্ধন ওটিপি সমস্যার সমাধান ও মোবাইল নাম্বার পরিবর্তন
আসসালামু আলাইকুম।
জন্ম নিবন্ধন সংশোধন বর্তমান সময়ে একটি আলোচিত ও সমালোচিত বিষয়। কেননা এই জন্ম নিবন্ধন সংশোধন করতে গিয়ে জনগন নানা রকম হয়রানির শিকার হচ্ছে। সার্টিফিকেট ও জন্ম নিবন্ধনের অমিল, জাতিয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধনের অমিল এছাড়াও পিতা-মাতা ও সন্তানের জন্ম নিবন্ধনের অমিল ইত্যাদি। আর এই অমিল মিল অর্থাৎ সংশোধন করতে গিয়ে সাধারন জনগন যেন শ্বাসরুদ্ধ হয়ে পরছে। শুধু তাই নয়, উপর্যুপরি জন্ম নিবন্ধন সংশোধনের ক্ষেত্রে ও.টি.পি একটি মারাত্মক সমস্যা। ও.টি.পি হচ্ছে ওয়ান টাইম পাসওয়ার্ড। যা সংশোধনের ক্ষেত্রে শতভাগ নিশ্চিত করার একটি প্রক্রিয়া। অনেকেই এই ও.টি.পি সম্পর্কে জানে না।
একজন ব্যাক্তি সর্বপ্রথম তার জন্ম নিবন্ধন করার সময় যে মোবাইল নাম্বার ব্যাবহার করেছিলো সেই জন্ম নিবন্ধন পরবর্তীতে সংশোধন করার সময় উক্ত নাম্বারে ও.টি.পি যাবে। যাতে সার্ভার শতভাগ নিশ্চিত হতে পাড়ে যে ব্যাক্তি নিজেই সনদ সংশোধন করতে ইচ্ছুক। আর এই মোবাইল নাম্বার অনেকেই জানে না। আর এই নাম্বারের ও.টি.পি ছাড়া সনদ কোন ভাবেই সংশোধন করা যাবে না। তাহলে এখন যারা মোবাইল নাম্বার জানে না, তাদের কি জন্ম নিবন্ধন সংশোধন হবে না..? হ্যা, হবে। কিন্তু মোবাইল নাম্বার পরিবর্তন করে তারপর সংশোধন আবেদন করে তবেই উক্ত নাম্বারে ও.টি.পি নিয়ে সনদ সংশোধন করতে হবে।
আমরা যারা মোবাইল নাম্বার ভুলে গিয়েছি, কোন চিন্তা করবেন না। কেননা আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখবো, কিভাবে মোবাইলের মাধ্যমেই আপনি আপনার জন্ম নিবন্ধনের মোবাইল নাম্বার পরিবর্তন করতে পারেন।
প্রথমতঃ
আপনাদেরকে আপনাদের মোবাইল ফোনের যেকোন ব্রাউজার ওপেন করে তার সার্চ অপশনে গিয়ে লিখতে হবে, eservices.bdris.gov.bd অথবা নিচের লিঙ্কে ক্লিক করে কাজটি সম্পন্ন করতে পারেন।
(https://eservices.bdris.gov.bd/)
এছাড়াও সরাসরি আবেদন ফরমে যেতে নিচের লিঙ্কে ক্লিক করেন...
https://eservices.bdris.gov.bd/bdris-ui/#/
ভিডিও দেখে কাজটি সম্পর্কে জানতে চাইলে নিচের লিঙ্কে ক্লিক করুন......
এই সম্পর্কিত আরও তথ্য জানতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ভ্রমন করুন,
No comments