Header Ads

Header ADS

জাতিয় পরিচয় পত্র ডাউনলোড করুন মোবাইল দিয়ে। NID Card download korun mobile diye.

মোবাইল দিয়ে জাতিয় পারিচয়পত্র ডাউনলোডঃ


জাতিয় পরিচয়পত্র ডাউনলোড করুন মোবাইল দিয়ে

বর্তমান সময়ে সবার হাতেই কমবেশি একটি  স্মার্ট ফোন  আছে। আর স্মার্টফোন আছে মানে পুরো বিশ্ব আপনার  হাতের মুঠোয় । আর আপনার জাতিয় পরিচয় পত্র ডাউনলোড করা তো কোন বিষয়ই না। আপনি যদি ভোটার হয়ে খাকেন, অথচ এখনও জাতিয় পরিচয়পত্র পাননি, কিন্তু  ভোটার স্লিপ নাম্বার আছে। তাহলে কোন চিন্তা নেই । নিম্নোক্ত পদ্ধতি অবলম্বন করে এখনি আপনি আপনার ভোটার আইডি কার্ড ডাউনলোড করে ফেলুন খুব সহজেই ।

প্রথমত

    আপনার প্রয়োজন একটি মোবাইল ফোন । তারপর এর সার্চ অপশনে গিয়ে লিখুন   জাতিয় পরিচয় পত্র ডাউনলোড অথবা ইংরেজিতে লিখুন (services.nidw.gov.bd). সার্চ করার পর নিম্নোক্ত অপশন আসবে। 

    

    দিত্বীয়ত

     রেজিস্টার করুন এ গিয়ে আপনার ভোটার স্লিপ নাম্বার, জন্ম তারিখ ও মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করে নিতে হবে ।



    তৃত্বীয়তঃ  

     রেজিস্টার সম্পন্ন হলে একটি কিউ.আর কোড আসবে । সেখানে অন্য একটি মোবাইল দিয়ে উক্ত কিউ.আর কোডটি স্ক্যান করে ব্যাক্তির ফেস ভেরিফাই করে নিতে হবে । তারপর ভেরিফাই সম্পন্ন হলে ব্যক্তির প্রফাইলে যাবে এবং সেখানে থেকে ব্যাক্তির নামে একটি আইডি ও পাসওয়ার্ড সেট করতে হবে যাতে পরবর্তিতে ওই ব্যাক্তির জাতিয় পরিচয়পত্রের সমস্য হলে আর ফেস ভেরিফাই করতে না হয় । এতে উক্ত ব্যাক্তি চাইলে যেকোন জায়গায় যেকোন ডিভাইস (মোবাইল/ল্যাপটপ/কম্পিউটার) দিয়ে জাতিয় পরিচয় পত্র ডাউনলোড করতে পারবে । কোন প্রকার ঝামেলা ছাড়াই ।


 

     এবার নিম্নোক্তভাবে ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করত হবে ।  


    তারপর ব্যক্তির প্রফাইল ওপেন হবে । সেখান থেকে উপরে গিয়ে ডানলোড অপশনে গিয়ে নিচে এসে দেখতে পারবেন ডাউনলোড পিডিএফ (pdf). । সেখানে ক্লিক করে আপনি আপনার জাতিয় পরিচয় পত্র ফ্রিতে ডাউনলোড করতে পারবেন । এরপর যেকোন জায়গা থেকে এর কপি প্রিন্ট করে আপনার সংগ্রহে রেখে দিবেন । 

আপনারা আপনাদের কাজের সুবিধার্থে, নিচের লিঙ্কে ক্লিক করে ভিডিও দেখে কাজটি সম্পন্ন করতে পারবেন । 

ভিডিওর লিঙ্কঃ     https://youtu.be/H3NUicAfyAY


 

 

এই সম্পর্কিত আরও তথ্য জানতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ভ্রমন করুন,
 
ফেসবুক পেইজঃ 
 
ইউটিউব চ্যানেলঃ 
 
 


আমার সাইটে ভ্রমন করার জন্য ধন্যবাদ




No comments

Powered by Blogger.