Header Ads

Header ADS

নতুন জন্ম নিবন্ধন করতে প্রয়োজনীয় কাগজপত্র।

 নতুন জন্ম নিবন্ধন করতে প্রয়োজনীয় কাগজপত্র।


 নতুন জন্ম নিবন্ধন করতে প্রয়োজনীয় কাগজপত্র

 

আসসালামু আলাইকুম

বর্তমান সময়ে জন্ম নিবন্ধন একটি আলোচিত বিষয়। এর অন্যতম কারন হচ্ছে বাংলাদেশ সরকার কর্তৃক ষষ্ঠ থেকে দশম শ্রেনীর ছাত্র/ছাত্রীদের ইউনিক আইডি করনের উদ্দেশ্যে মাধ্যমিক পর্যায়ের সকল ছাত্র/ছাত্রীদের জন্ম নিবন্ধন সংগ্রহ ও ডিজিটাল করতে আদেশ দিয়েছেন। আর তখন থেকেই সারাদেশে জন্ম নিবন্ধন এর আলোচনা ও সমালোচনা শুরু হয়। কেননা যাদের আগের জন্ম নিবন্ধন করা আছে ডিজিটাল তাদের শতভাগ সঠিক নেই, আবার যারা জন্ম নিবন্ধন এর আগে করে নি, তারা কিভাবে করতে হয় আর কি কি কাগজপত্র লাগে তা জানে না।

 আমরা অনেকেই নতুন জন্ম নিবন্ধন নিয়ে নানা রকম সমস্যায় পরে থাকি। আবার অনেকেই এর জন্য কি কি কাগজপত্র লাগে তা জানি না। লেখাপড়া জানে না এমন অনেকেই জন্ম নিবন্ধন করতে এসে বেশ হয়রানীর শিকার হয় কাগজপত্র সংগ্রহ করতে করতেই। আবার যারা শিক্ষিত লোক আছে, তাদেরও অনেকেই কাগজপত্র সংগ্রহ করতে হীমশীম খেয়ে যায়। কেননা নতুন নিবন্ধন করতে সরকার কর্তৃক যেসকল কাগজপত্র চাওয়া হয়েছে তা অনেকেরই বুঝতে সমস্যা হয়। যারা বুঝেছেন সঠিকভাবে তারা সহজেই কাগজ পাচ্ছেন। আর যারা বুঝেন নাই ভালভাবে, তারা যেন শুধু কাগজপত্র কি কি লাগে তা জানার জন্য বারবার পৌরসভা কার্যালয় অথবা ইউনিয়ন পরিষদে যেতে না হয় সেই জন্য আমার আজকের ভিডিওটি।

হ্যা বন্ধুরা আমি আজকে আপনাদের জানাবো, নতুন জন্ম নিবন্ধন করতে কী কী কাগজপত্র লাগে। অর্থাৎ সরকার কর্তৃক চাহিত কাগজ পত্র কিভাবে বললে যেকেউ সহজেই বুঝতে পারবে তার সহজ সমাধান। তো চলুন ভিডিওটি শুরু করা যাক।

ভিডিওটি শুরু করার আগে বলে রাখছি, আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা যদি এই চ্যানেলটি বা পেজটি সাবস্ক্রাইব বা ফলো করে থাকেন তাহলে দয়া করে এখনি করুন। আর যদি করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ।

 

ক) নতুন জন্ম নিবন্ধন করতে প্রথমত যে কাগজটি প্রয়োজন সেটি হল বাচ্চার টিকা কার্ড। বয়স বেশি হলে বয়স অনুযায়ী প্রাথমিক বা মাধ্যমিক সার্টিফিকেট। জাতিয় পরিচয়পত্র থাকলে সেটিও সাথে দিবেন।

খ) বাবা মায়ের জন্ম নিবন্ধন অথবা জাতিয় পরিচয়পত্র। এক্ষেত্রে যেকোন একটি থাকলেও চলবে। তবে পিতা মাতার নাম তাদের ভোটার আইডি কার্ডে ও নিবন্ধন কারী ব্যাক্তি বা বাচ্চার টিকা কার্ড, প্রাথমিক বা মাধ্যমিক সার্টিফিকেট অথবা জাতিয় পরিচয়পত্রে একই থাকতে হবে।

গ) যাদের কোন কাগজ(টিকা কার্ড, প্রাথমিক বা মাধ্যমিক সনদ, জাতিয় পরিচয় পত্র) নেই এবং  পিতা মাতা নেই অর্থামৃত আবার পিতা মাতার ভোটার আইডি কার্ড ও জন্ম নিবন্ধন কোন কিছুই নেই তাদের ক্ষেত্রে (ছোট বাচ্চা হলে সংশ্লিষ্ঠ কমিউনিটি  িক্লনিক বা উপজেলা্ স্বাস্থ্য কমপ্লেক্স এ গিয়ে টিকা কার্ড বানাতে হবে আর যদি বয়সে বড় হয় তাহলে সংশ্লিষ্ঠ ওয়ার্ড কাউন্সিলর বা মেম্বার কর্তৃক প্রত্যয়ন পত্র সহ চিকিসক কর্তৃক বয়স প্রমানের প্রত্যয়ন) লাগবে।

ঘ) সবচেয়ে গুরুত্বপুর্ণ যে কাগজ সেটি হল স্থায়ী ঠিকানার প্রমান। অর্থা পিতা বা পিতামহর বাসা-বাড়ীর খাজনা বা কর পরিশোধের রশিদ। যারা নতুন বাড়ি করেছেন তারা নিজ নিজ পৌরসভা কার্যালয় অথবা ইউনিয়ন পরিষদে গিয়ে নতুন করে হোল্ডিং নাম্বার খুলে সেই কাগজ সংযুক্ত করতে হবে। আবার যারা নদীভাঙ্গন কবলিত, তাদের নিজ নামে ক্রয়কৃত জমির দলিল দিতে হবে।

ঙ) যাদের ঘরবাড়ি নেই পথশিশু তাদের ক্ষেত্রে সংশ্লিষ্ঠ পৌর মেয়র অথবা ইউপি চেয়ারম্যান কতৃক সুপারিশকৃত প্রত্যয়ন।

 

     আমি আশা করবো, আপনারা এই ভিডিও দেখার পর নতুন জন্ম নিবন্ধন করতে প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে আর কোন সন্দেহ থাকবে না। এবং আপনারা  নিজেই নিজের প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে খুব সহজেই আপনার জন্ম নিবন্ধন করতে পারবেন। এছাড়াও এই সম্পর্কে আরোও কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আরোও সহজ ভাবে আপনাদের বুঝানোর চেষ্টা করবো।

তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রন জানিয়ে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সে পর্য়ন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা-হাফেজ।

 

 

ভিডিও দেখে কাজটি সম্পর্কে জানতে চাইলে নিচে ক্লিক করুন......


 

ভিডিও দেখে কাজটি সম্পর্কে জানতে চাইলে নিচের লিঙ্কে ক্লিক করুন......

https://youtu.be/hGqrrYVIZyY 

 

এই সম্পর্কিত আরও তথ্য জানতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ভ্রমন করুন,

 
ফেসবুক পেইজঃ 
 
ইউটিউব চ্যানেলঃ 
 
 


আমার সাইটে ভ্রমন করার জন্য ধন্যবাদ

 

 

 

 

 

 

 

 

 

No comments

Powered by Blogger.