নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন করুন নিজে নিজেই।
নতুন জন্ম নিবন্ধনঃ
নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন
এই পোস্টের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে, কিভাবে আপনারা আপনাদের অথবা আপনাদের বাচ্চাদের জন্ম নিবন্ধন করবেন। আপনার কাছে যদি একটি মোবাইল ফোন অথবা একটি ল্যাপটপ/কম্পিউটার থাকে তাহলে আপনি নিজেই আপনার জন্ম নিবন্ধন করতে পারতে পারবেন কারো কোন হেল্প ছাড়াই।
প্রয়োজনীয় কাগজপত্রঃ
০১. আপনার জন্ম নিবন্ধন করতে প্রথমে যেই কাগজটি লাগবে সেটি হল আপনার টিকা কার্ড, জাতিয় পরিচয়পত্র, যেকোন শিক্ষাগত যোগ্যতার সনদ। সরকারি নির্দেশনা অনুযায়ী নিম্নলিখিত প্রমানপত্র।
(চিকিৎসা প্রতিষ্ঠানের ছাড়পত্র বা
চিকিৎসা প্রতিষ্ঠান প্রদত্ত জন্ম সংক্রান্ত সনদের সত্যায়িত কপি বা
পূরণকৃ্ত আবেদনপত্রে বার্থ এটেন্ডের এর প্রত্যায়ন বা
ইপিআই কার্ডের সত্যায়িত অনুলিপি)।
০২. ব্যক্তির পিতা ও মাতার জন্ম নিবন্ধন অথবা জাতিয় পরিচয়পত্র। (জন্ম নিবন্ধন ও জাতিয় পরিচয়পত্রের যেকোন একটি হলে চলবে)
০৩. বাসা/বাড়ির হোল্ডিং ট্যাক্স বা কর পরিশোধের রশিদ। অথবা ক্রয়কৃত জমির কর পরিশোধের রশিদ। সরকারি নির্দেশনা অনুযায়ী নিম্নলিখিত প্রমানপত্র।
(পিতা / মাতা/ পিতামহ / পিতামহীর দ্বারা স্বনামে স্থায়ী ঠিকানা হিসেবে ঘোষিত আবাস স্থলের বিপরীতে হালনাগাদ কর পরিশোধের প্রমানপত্র বা
পিতা / মাতা/ পিতামহ / পিতামহীর জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট ঘোষিত স্থায়ী ঠিকানা বা
জমি অথবা বাড়ি ক্রয়ের দলিল , খাজনা ও কর পরিশোধ রশিদ। (নদীভাঙ্গন অন্য কোন কারনে স্থায়ী ঠিকানা বিলুপ্ত হলে)।
আবেদন করার নিয়মঃ
প্রথমে আপনাকে আপনার ফোন/ল্যাপটপ/কম্পিউটার এর যেকোন ব্রাউজার ওপেন করে এর সার্চ অপশনে গিয়ে নতুন জন্ম নিবন্ধন অথবা bdris লিখে সার্চ করতে হবে। তারপর সবার উপরে যে ওয়েবসাইট টি আসবে সেখানে ক্লিক করতে হবে, এবং আবেদন ফরম কর্তৃক চাহিত তথ্য দিয়ে ফরমটি সঠিকভাবে পূরন করে শেষে কাগজপত্র সংযুক্ত করতে হবে। এক্ষেত্রে সংযুক্ত প্রতিটি ফাইলের সাইজ সর্বোচ্চ ১০০কিলোবাইট হতে হবে। তারপর একটি সচল মোবাইল নাম্বার দিতে হবে। যাতে উক্ত নাম্বারে পরবর্তিতে যোগাযোগ করা যায়। কারন, পরবর্তিতে এই জন্মনিবন্ধন সংশোধন করতে গেলে সরবরাহকৃত মোবাইল নাম্বারে OTP(One Time Password) যাবে। এই OTP সংশোধন করনে গুরুত্বপূর্ন ।
সরাসরি আবেদন ফরমে যেতে নিচের লিঙ্কে ক্লিক করুন,
ভিডিও দেখে কাজটি করতে চাইলে এখানে দেখুন.....
এই সম্পর্কিত আরও তথ্য জানতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ভ্রমন করুন,
ফেসবুক পেইজঃ
ইউটিউব চ্যানেলঃ
আমার সাইটে ভ্রমন করার জন্য ধন্যবাদ
No comments