Header Ads

Header ADS

জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান।

 জন্ম নিবন্ধনের তথ্য সঠিক আছে কিনা তা যাচাই করুন নিজে নিজেই।

 

 

জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান 

    জন্ম নিবন্ধন সমস্যা বর্তমান সময়ে একটা জটিল সমস্যা। আমরা অনেকেই জন্ম নিবন্ধন ডিজিটাল করে নিই, কিন্তু সেখানে অনেক তথ্য ভুল থাকে। সেটা আমরা অনেকেই বুঝতে পারি না। জন্ম নিবন্ধন সনদে বাংলা ও ইংরেজি তথ্য সঠিক আছে কিনা তা আমরা কিভাবে জানতে পারবো তাই আজকে আলোচনা করবো।

      এর জন্য আমাদের লাগবে আমাদের আগের জন্ম নিবন্ধন নাম্বার। সেটা অ্যানালগ অথবা ডিজিটাল জন্ম নিবন্ধনের হতে পারে । তবে একটি বিষয় খেয়াল রাখবেন যে, জন্ম নিবন্ধনের নাম্বার যেন অবশ্যই সতের (১৭) ডিজিটের হয়। জন্ম নিবন্ধনের সঠিক বয়স। 

যেমনঃ 19950000000000036; 

জন্ম তারিখঃ 00/00/2000  ইং।

যাচাইকরন পদ্ধতিঃ 

প্রথমে আপনাকে জন্ম নিবন্ধনের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তারপর জন্ম ও মৃত্যু নিবন্ধন তথ্য অনুসন্ধান নামে যে ওয়েবসাইট আছে সেখানে প্রবেশ করতে হবে।  ইংরেজিতে হলে Birth and Death Registration Verification সাইটে প্রবেশ করতে হবে। 

                                    জন্ম ও মৃত্যু নিবন্ধন তথ্য অনুসন্ধান

     তারপর উপরোক্ত সাইটে প্রবেশ করলে নতুন পেজ ওপেন হবে। 

এরকম, 

  নিবন্ধন তথ্য অনুসন্ধান

  

  এবার ১৭ ডিজিটের নাম্বার বসাতে হবে। তার নিচে জন্ম নিবন্ধন তারিখ টা বসাতে হবে। তবে জন্ম তারিখ বসানোর সময় অবশ্যই বছর/মাস/দিন (2000-00-00) এভাবে বসাতে হবে। অর্থাৎ প্রথবে জন্ম সাল তারপর হাইফেন দিয়ে মাস তারপর হাইফেন দিয়ে দিন বসাতে হবে।  তারপর নিচে একটি ক্যাপচা কোড রয়েছে। সেটি যোগ অথবা বিয়েগ যাই থাকুক না কেন সেইভাবে মিলিয়ে দিয়ে নিচের সার্চ (search) অপশনে ক্লিক দিলেই সম্পূর্ন তথ্য চলে আসবে।


ভেরিফিকেশন কপি

তথ্য অনুসন্ধান ভিডিওঃ

জন্ম ও মৃত্যু নিবন্ধন তথ্য অনুসন্ধান সম্পর্কিত ভিডিও নিচে দেখুন।

 
 

ভিডিও দেখে কাজটি করতে চাইলে এখানে দেখুন...


 

 

এই সম্পর্কিত আরও তথ্য জানতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ভ্রমন করুন,

 
ফেসবুক পেইজঃ 
 
ইউটিউব চ্যানেলঃ 
 
 


আমার সাইটে ভ্রমন করার জন্য ধন্যবাদ



 

 

 

 

No comments

Powered by Blogger.