Header Ads

Header ADS

প্রতিবন্ধী ভাতার অনলাইন আবেদন পদ্ধতি । Online bhata apply.

 প্রতিবন্ধী ভাতার অনলাইন আবেদন পদ্ধতি

 


প্রতিবন্ধী ভাতার অনলাইন আবেদন


        যে সকল ব্যাক্তি বা শিশু শারিরিক ও মানসীক ভাবে ভারসাম্যহীন, এবং কোনরকম কাজ কর্ম করতে অক্ষম তারাই প্রতিবন্ধী। প্রতিবন্ধী দুই ভাবে হতে পারে। 

প্রথমতঃ জন্মগত, ও দিত্বীয়তঃ কোন দুর্ঘটনাবশত।

         বর্তমান সময়ে বাংলাদেশে প্রতিবন্ধীর সংখ্যা অনেক । আর এর মধ্যে অনেকেই কোনরকম কাজ করতে অক্ষম । এদেরকে অনেকেই পরিবারের বোঝা মনে করে। কারন এরা  পরিবারে কোন কাজকর্ম করতে পারেনা। শুধু বসে বসে খায়। তাই সরকার এই সকল শারিরীক ও মানসীক প্রতিবন্ধীদেরকে সরকারি অনুদানের ব্যবস্থা করেছে। যাতে এই সকল ব্যাক্তি সরকারি ভাতা পেয়ে কিছুটা সচ্ছল থাকতে পারে। 


        এখন কথা হচ্ছে এই অনুদান পাবেন কিভাবে.? আর কি কি কাগজ লাগবে..?

    কাগজ পত্রের মধ্যে আপনাকে প্রথমেই জন্ম নিবন্ধন অথবা জাতিয় পরিচয়পত্র। এক কপি পাসপোর্ট সাইজের ছবি।  এবং নিজের জাতিয় পরিচয়পত্র দিয়ে খোলা বিকাশ  মোবাইল নাম্বার। আর যদি জাতিয় পরিচয় পত্র না থাকে তাহলে পরিবারের সদস্যর জাতিয় পরিচয় পত্র দিয়ে খোলা  বিকাশ নাম্বার। এটা অবশ্যই পরিবারের সদস্যর দিতে হবে। কেননা, প্রাপ্ত অনুদান এই নাম্বারেই আসবে। এবং যেকোন প্রয়োজনে আপনার সাথে এই নাম্বারে যোগাযোগ করবে।

    এই অনুদান পেতে হলে আপনাকে প্রথমেই মেডিকেল কতৃক একটি প্রতিবন্ধী সনদ  নিতে হবে। যেটা দ্বারা প্রমান হবে আপনি প্রতিবন্ধী । সেখানে  আপনি প্রতিবন্ধী কিনা, আর থকলেও আপনার প্রতিবন্ধীর ধরন লেখা থাকবে। 

    তারপর সেই সার্টিফিকেট দিয়ে আপনাকে সমাজসেবা অধিদপ্তরের নিকটস্থ সমাজসেবা অফিসে গিয়ে একটি সুবর্ন কার্ড  তৈরি করে নিতে হবে।  এটি চাইলে আপনি যেকোন কম্পিউটারের দোকানেও করতে পারবেন।  আপনারা চাইলে আমাকে জানাতে পারেন যে, কিভাবে সুবর্ন কার্ড কিভাবে বানাতে হয়, তাহলে আমি সেই বিষয়ে একটি পোস্ট দিয়ে আপনাদেরকে জানিয়ে দিব।

    এখন এই সুবর্ন কার্ডটি নিয়ে যেকোন অনলাইনের দোকানে গিয়ে আপনি প্রতিবন্ধী ভাতার অনলাইন আবেদন করে নিকটস্থ সমাজসেবা অফিসে অথবা ইউপি/পৌরসভা কার্যালয়ে জমা দিতে হবে। এই আবেদন চাইলে আপনি আপনার মোবাইল বা কম্পিউটারে নিজেই করতে পারবেন। 

        এর জন্য আপনি আপনার মোবাইল বা ল্যাপটপ অথবা কম্পিউটারের যেকোন ব্রাউজার ওপেন করে সার্চ অপশনে লিখবেন  অনলাইন ভাতা আবেদন  ইংরেজিতে লিখলে ONLINE  BHATA .  

সরাসরি আবেদন ফরমে যেতে ক্লিক করুনঃ   https://mis.bhata.gov.bd/onlineApplication

        এরপর আপনাকে সরাসরি আবেদন ফরমে নিয়ে যাবে। সেখান থেকে আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে ফরম পূরন করতে হবে। এরপর ফরম সাবমিট দিয়ে প্রিন্ট করে আপনার ইউপি সদস্য অথবা পৌর কাউন্সিলর কে দিতে হবে। তারা সেগুলো বাছাই করে নিকটস্থ সমাজসেবা অফিসে জমা দিলেই আপনার কাজ সম্পন্ন । এরপর আপনার সরবরাহকৃত বিকাশ মোবাইল নাম্বারে প্রাপ্ত ভাতার অনুদান সময়মতো পেয়ে যাবেন।


সরাসরি ভিডিও দেখে আবেদন করতে নিচের লিঙ্কে ক্লিক করুন...


 

        https://youtu.be/WkJ2BP61ci4


এই সম্পর্কিত আরও তথ্য জানতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ভ্রমন করুন,

 
ফেসবুক পেইজঃ 
 
ইউটিউব চ্যানেলঃ 
 
 


আমার সাইটে ভ্রমন করার জন্য ধন্যবাদ

No comments

Powered by Blogger.